এস এম রাফি ২২ মে ২০২৩ , ৯:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
সম্প্রতি রংপুরের কাউনিয়া উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা কৃষকলীগ। সোমবার বিকেলে কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগের সদস্য ও হারাগাছ পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন এর নিজস্ব অর্থায়নে উপজেলার ২৫ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান মশি,বাংলাদেশ আওয়ামীলীগ হারাগাছ পৌর শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ কবির,উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জহির রায়হান,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বালাপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক,মহিলা কলেজ প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমূখ।