বিবিধ

কাউনিয়ায় ছেঁড়া টাকা বদলিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়ে চম্পট প্রতারক

  এস এম রাফি ৫ জুলাই ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-কাউনিয়ার এক অবসরপ্রাপ্ত শিক্ষকের পেনশনের উত্তোলন করা টাকায় ছেঁড়া আছে বলে তা বাছাই করে বদলিয়ে দেওয়ার কথা বলে এক প্রতারক ১৪ হাজার টাকার নিয়ে সটকে পড়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সোনালী ব্যাংক লিঃ কাউনিয়া শাখার ভিতরে।জানাগেছে উপজেলার হরিশ্বর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন বুধবার পেনশনের মোট ৩৭ হাজার ৮০০ টাকা উত্তোলন করেন। অপরিচিত এক লোক পঞ্চাশ টাকার বান্ডিলে কিছু ছেঁড়া টাকা আছে তা বাছাই করে বদলিয়ে দেওয়ার কথা বলে ১৪ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে সটকে পরে। অবসরপ্রাপ্ত শিক্ষক ওই লোকের জন্য ব্যাংকের কোনায় চেয়ারে বসে অপেক্ষা করতে করতে তার দেখা না পেয়ে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কে বিষয় জানায়। তারা তাৎক্ষণিক ভাবে খোঁজাখুঁজি করে আর ওই প্রতারকের দেখা পায়নি। টাকা না পেয়ে শিক্ষক বিমূর্ষ হয়ে পড়েন। ইতি পূর্বেও সোনালী ব্যাংকের এ শাখায় একাধিক বার এ ধরনের ঘটনা ঘটলেও কোন প্রতারক ধরা পড়েনি। সোনালী ব্যাংকের ম্যানেজার বিপ্লব কুমার মোহন্ত জানান আমরা প্রাহকদের ঠিক ভাবে টাকা বুঝিয়ে দেই তার পরে গ্রাহকের কাছে কে কিভাবে টাকা নিয়েছে তা আমার জানা নেই। ব্যাংকে সিসি ক্যামেরা আছে কী না প্রশ্ন করলে তিনি জানান সিসি ক্যামেরা আনা হয়েছে তবে তা লাগানো হয়নি। গ্রাহকরা অতিসত্বর ব্যাংকে সিসি ক্যামেরা লাগানো সহ গ্রাহকের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবী জানিয়েছেন।