এস এম রাফি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ে চত্বরে শনিবার দুপুরে জাতীয় কন্যাশিশু দিবসে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন এ সময় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোছাঃআশফিকা বুলবুল (পেস্তা) আরোও উপস্থিত ছিলেন মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআব্দুল আউয়াল এবং মোঃ রেজাউল করিম। শেষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।