বিবিধ

কাউনিয়ায় জেমস্ প্রশিক্ষণের সমাপনী দিনে শিক্ষকগণের সাথে ডিডি’র মতবিনিময়

  এস এম রাফি ১ মার্চ ২০২৩ , ৮:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় জানো প্রকল্পের সহযোগিতায় বুধবার দুপুরে মাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম জেমস্ রিফ্রেসাস প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও অংশ গ্রহন কারী শিক্ষকগনের সাথে মতবিনিময়, কিশোর কিশোরী কর্ণারের কার্যক্রম ও আরাজি সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের জলবায়ু সহনশীল সবজি বাগানের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আরিফ মাহফুজ, জেলা শিক্ষা অফিসের জেলা প্রশিক্ষণ কো-অর্ডিনেটর টুলটুলি রানী, প্রশিক্ষক রফিকুল ইসলাম আরাজি সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার চাঁদ, জানো প্রকল্পের নীলফামারী জেলা ম্যানেজার পোর্শিয়া রহমান, জানো প্রকল্পের কাউনিয়া উপজেলা ম্যানেজার কল্পনা রানী, ফিল্ড অফিসার হরিদাস চন্দ্র বর্ম্মন ও গীতা রানী প্রমূখ।
পরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।