কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৭ জুন ২০২৫ , ৬:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় ফ্যামিলি কার্ড টিসিবির স্মার্ট কার্ড বিতরণে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ ১৭ জুন মঙ্গলবার ইউনিয়ন পরিষদে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
আটক রাশেদুল ইসলাম উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল জব্বারের ছেলে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ফ্যামিলি কার্ড (টিসিবি) ভুক্তভোগীদের মাঝে মঙ্গলবার স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এসময় টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফ্যামিলি কার্ড টিসিবি দেয়ার বিপরীতে ভুক্তভোগী প্রত্যেকের কাছ থেকে তিনশত টাকা আদায় করেন। এক পর্যায়ে ভুক্তভোগীরা কার্ড বিতরণের বিপরীতে টাকা আদায়ের প্রতিবাদ করেন। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলামকে আটকের পর পুলিশে সোর্পদ করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে থানায় একটি চাঁদা বাজি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।