কাউনিয়া প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংর্ঘষে ড্রাইভার হেলপার সহ ৯ জন আহত হয়েছে। সোমবার সকালে তিস্তা সড়ক সেতুর মাঝে এ দূর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী ইমালিফ পরিবহন নামের একটি যাত্রী বাহী কোচের সাথে বিপরীত দিক আসা ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ট্রাকের ড্রাইভার রংপুর হাজিরহাট এলাকার রিপন মিয়া (৪০) এবং একই এলাকার বাসিন্দা হেলপার তুহিন ইসলাম (২৭) গুরুত্বর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও বাসের ড্রাইভার হেলপার সহ প্রায় ৭ জন যাত্রী আহত হয়েছেন।
দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক টি কে থানায় নিয়ে আসা হয়েছে।