এস এম রাফি ১৫ অক্টোবর ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের শিবু কুঠিরপাড় রেলগেট সংলগ্ন এলাকায় সিয়াম(১৭) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের পুত্র সিয়াম (১৭) শনিবার বিকালে বাইসাইকেল যোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায় সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেল গেটের পাশে অন্নদা নগর রেল স্টেশনের উত্তরে গাছের মধ্যে বাইসাইকেল টি রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে। রাত আনুমানিক পৌনে ৭ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহার গামী রামসাগর এক্সপ্রেস ট্রেন টি সামনা সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌঁড়ে পালানোর সময় পাথরে পা পিছলে রেল লাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শনিবার রাত ১০টার দিকে মারা যায়। কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।