কাউনিয়া প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ১০:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নে মীরবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছে । পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
লালমনিরহাট রেলওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের ডিআইও নজরুল ইসলাম বলেন, বিকেলে দিকে অজ্ঞাত ওই মহিলা মীরবাগ রেলওয়ে স্টেশনের কিছু দূরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড়গামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই মহিলা লাইনের পাশে ছিটকে পড়েন। ট্রেনের ধাক্কায় ওই মহিলার মাথায় ও মুখে আঘাত পান। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যার সাড়ে ৭টার দিকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।