বিবিধ

কাউনিয়ায় ডায়াবেটিক সমিতির চিকিৎসা সেবা শুরু

  এস এম রাফি ২ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান (রংপুর) কাউনিয়া প্রতিনিধিঃ-
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিস কে জানুন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির আয়োজনে গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সকাল থেকে চিকিৎসা সেবা শুরু হয়েছে ।
উপজেলার জিন্নাহ- চম্পা ফাউন্ডেশন হল রুমে কাউনিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে চিকিৎসা সেবার সেবা কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া ডায়বেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মাসুদার রহমান,আরোও বক্তব্য রাখেন হারাগাছ সরকারি কলেজের সরকারী অধ্যাপক আব্দুস সালাম মন্ডল, ডায়াবেটিস সমিতির নির্বাহী সদস্য রায়হানা বিনতা হোসাইন, ম্যানেজার ,নূরে আলম সিদ্দিকী সাজু উল্লেখ্য গত ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে কাউনিয়ায় ডায়াবেটিস সমিতির উদ্ধোধন করা হয়।
এলাকার ডায়াবেটিক রোগীদের সেবা দিতে সমিতি ব্যাপক ভূমিকা রাখবে এবং একটি পুর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতালে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন গত (১৪ নভেম্বর) কাউনিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্বোধন করেন।