বিবিধ

কাউনিয়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল কাউনিয়া উপজেলা ছাত্রলীগ

  এস এম রাফি ১২ মে ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়া উপজেলায় দিগন্ত মাঠ জুড়ে সোনালী ধানের মৌ মৌ সুবাস। স্বপ্নের ফসল গোলায় তুলতে বিভোর চাষীরা। এরই মাঝে ঘুর্ণিঝড় মোখা’র জন্য আবহাওয়া অফিসের সর্তকবার্তা । শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূচিন্তায় ছিল দরিদ্র কৃষকরা । তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে ধান কাটছে তারা।
শুক্রবার (১২মে) সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় তারা। উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সাকিবুল ইসলাম রিছন,আব্দুর রাজ্জাক এবং সোহেল রানার,সদস্য জীবন কুমার সিংহ নেতৃত্বে ও প্রায় ৩০জন ছাত্রলীগ কর্মী, উপজেলার কুর্শা ইউনিয়নে গ্রামের দরিদ্র কৃষক গিয়াস উদ্দিনের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান,মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের এ কাজ অব্যাহত থাকবে, ফসলের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা। এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী।