এস এম রাফি ৩০ মে ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
দুর্নীতি নির্মূলের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এবং দুর্নীতিই অর্থনেতিক উন্নয়নেরব পথে প্রধান অন্তরায়। এই দুটি বিষয় নিয়ে রংপুরের কাউনিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বড়ুয়াহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হুদার সভাপতিত্বে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়, কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপ পক্ষে অংশ গ্রহণ করেন কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিপক্ষে অংশ গ্রহণ করেন ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়। খ গ্রুপে পক্ষে অংশ গ্রহণ করে ভায়ারহাট বালিকা বিদ্যালয় এবং বিপক্ষে অংশ গ্রহণ করেন কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয়। বিতর্ক শেষে ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ‘খ’ গ্রুপে চ্যাম্পিয়ন হন কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় দল। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় দলের মধ্যে। চুড়ান্ত প্রতিযোগিতায় কাউনিয়া বালিকা বিদ্যালয়কে হারিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কাউনিয়া উপজেলার সভাপতি শাহ রেজাউল ইসলাম এঁর সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদঃ) মনোনীতা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রুবেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আযাদ, তথ্য আপা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আসাদুজ্জামান শামীম, মনি মোহণ বর্মন, লিলি বেগম, শহিদার রহমান প্রমূখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।