এস এম রাফি ৩ আগস্ট ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকালে ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও আইন-শৃংখলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন কাউনিয়া থানার ইন্সপেক্টার (তদন্ত) মোঃ ফরহাদ হোসেন, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বিভিন্ন মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে মোঃ আবুবকর সিদ্দিক, মোঃ আলআমিন হোসেন, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ শহিদুল ইসলাম, হিন্দু সম্প্রদায়ের এর বিভিন্ন সংগঠন ও মন্দ্রিরের পক্ষ থেকে শ্রী পরেশ চন্দ্র চক্রবর্তী, বিপ্লব কুমার গোস্বামী, জগদিস সিং, কমল কুমার প্রমূখ। সভায় কাউনিয়া উপজেলায় ধর্মীয় সামাজিক সম্প্রীতি ও আইন-শৃংখলা সাভাবিক রাখতে সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান হয়।