সারাদেশ

কাউনিয়ায় ধান ক্ষেতের গর্তে পড়ে বৃদ্ধের মৃত্যু

  এস এম রাফি ৩০ আগস্ট ২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় ধান ক্ষেতের চিকন আইল দিয়ে বাজার থেকে বাড়িতে ফেরার সময় অসাবধনতা বসত পা পিচলে গর্তের পানিতে ডুবে গিয়ে আব্দুল মোতালেব (৮৫)প্রাণ হারিয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার হলদী বাড়ী গ্রামে।

পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ী গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব (৮৫) হলদিবাড়ি রেলগেট বাজার থেকে ধান ক্ষেতের চিকন আইল দিয়ে অসাবধানতা বশত: যাওয়ার সময় পা পিচলে ক্ষেতের ধারে গভীর গর্তের পানিতে পরে ডুবে মারা যায়। পরে মোতালেব এর লাশ এক কৃষক ভাসতে দেখে চিৎকার শুরু করে। এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘটনা স্থলে উপস্থিত বৃদ্ধের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকজন জানায় বৃদ্ধ আব্দুল মোতালেব হার্টের রোগী ছিলেন। বালাপাড়া ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান উকিল মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।