সারাদেশ

কাউনিয়ায় ধান খেতের পাশের রাস্তা উচু করে জলাবদ্ধতার সৃষ্টি : আমন খেত পানিতে ডুবে নষ্ট

  এস এম রাফি ১ সেপ্টেম্বর ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাউনিয়া উপজেলার হলদী বাড়ী গ্রামের সুফিয়া ফিলিং স্টেশনের কাছে মতিয়ার রহমান ও মুক্তা রহমান শত্রুতাবশত ধান খেতের পাশের রাস্তা মাটি দ্বারা উচু করে তৈরি করায় রেল ব্রীজের নীচ দিয়ে পানি বের হতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক কৃষকের আমন খেত নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিকার চেয়ে আব্দুল্লা আল- মাসুদ হিমেল নামের এক কৃষক থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদি বাড়ি গ্রামে সুফিয়া ফিলিং স্টেশনে কাছে আব্দুল্লাহ আল- মাসুদ হিমেলের ৫ একর সহ অনেকের আমন খেত রয়েছে। বর্ষাকালে তাদের জমির পানি রেল ব্রীজের নিচ দিয়ে মানাষ নদীতে যেত। কিন্তু স্থানীয় প্রভাবশালী মতিয়ার রহমান ও মুক্তা রহমান তাদের জমির পাশ দিয়ে মাটি দ্বারা উচু করে রাস্তা নির্মাণ করায় রেল ব্রীজের নীচ দিয়ে বের হতে না পেরে অনেক কৃষকের জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আব্দুল্লাহ আল- মাসুদের ৫ একর জমির ধান খেত পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। শুধু তারেই ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা। আরো তো অনান্য কৃষকের ক্ষতি রয়েছে।
আব্দুল্লাহ আল- মাসুদ হিমেল এ বিষয়ে প্রতিকার চেয়ে কাউনিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেছে। এব্যারে ওসি মোন্তাছের বিল্লাহ জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও কৃষি অফিসার কে অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।