এস এম রাফি ১ নভেম্বর ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি সরকারের বেঁধে দেওয়া মূল্যে কোল্ড স্টোরেজ ন্যায্য মূল্যে আলু বিক্রি কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করা হয়েছে।গত বুধবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান তমাল ভরসা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ ও মহুবর রহমান কোল্ড স্টোরেজ এ গিয়ে বিক্রি কার্যক্রম তদারকি করেন। ১লা নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া মূল্যে ব্যবসায়ীদের কে ক্রেতার কাছে বিক্রি করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে স্টোর থেকে ২৬-২৭ টাকায় রশিদ মূল্যে কিনে ৩৫-৩৬ টাকা খুচরা মূল্যে আলু বিক্রি করবেন।