সারাদেশ

কাউনিয়ায় ন্যায্য মূল্যে আলু বিক্রি কার্যক্রম

  এস এম রাফি ৬ নভেম্বর ২০২৩ , ৩:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

 

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে সরকারি সিন্ধান্ত মোতাবেক কাউনিয়া উপজেলা গালর্স স্কুল মোড়ে আলু বিক্রি কার্যক্রম সোমবার সকালে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ সরকার, জেলা আলু চাষী ও ব্যবসায়ীর সমিতির কৃষি সম্পাদক এবং জেলা প্রতিনিধি মোঃ মঞ্জুম আলী জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মদন কুমার সাংবাদিক জহির রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ। প্রতি কেজি আলু ৩৫ টাকা দরে প্যাকেজ ১শ’ টাকায় ২ কেজি ৮৬০ গ্রাম প্রতিজন ক্রেতার নিকট বিক্রি করা হবে। ন্যায্য মূল্যে আলু কিনতে পেয়ে সাধারণ মানুষ বেজায় খুশি।