বিবিধ

কাউনিয়ায় পশ্চিম খোপাতি বায়তুল নুর জামে মসজিদের উদ্ধোধন 

  এস এম রাফি ৩০ ডিসেম্বর ২০২২ , ৪:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

বায়তুল নূর জামে মসজিদ পশ্চিম খোপাতি ঈদগা মাঠের পাড় ইয়াম্মিনি মুনতাসের এর ব্যক্তিগত অর্থায়নে ও খবির ড্রেডাস এর সার্বিক সহযোগিতায় নির্মিত বায়তুল নুর জামে মসজিদের উদ্ধোধন করা হয়েছে।

গত শুক্রবার প্রায় দেড় শতাধিক মুসল্লীর নামাজ আদায়ের মধ্যে দিয়ে এ মসজিদের উদ্ধোধন করা হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমি দাতা আলহাজ্ব মাফেজ উদ্দিন , খবির টের্ডাস এর স্বত্বাধিকারী খবির উদ্দিন, বালাপাড়া ইউপি সদস্য আফজাল হোসেন, মসজিদ সার্বিক ব্যবস্থাপনায় হারুনুর রশিদ বাবু, বাংলাদেশ বেতার ব্যক্তিত্ব সমাজকর্মী মাহমুদ হাসান পিন্টু, বেটু বাড়ি জামে মসজিদ সম্পাদক মোস্তাক আহমেদ লাকু,গাছের গাজীর হাট বাঁধের মোড় জামে মসজিদ সভাপতি জহির রায়হান প্রমূখ।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।