কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ৩ জুন ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামে মঙ্গলবার দুপুরে সুমাইয়া (৭) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের সাইফুল ইসলামের শিশু কন্যা সুমাইয়া আক্তার (৭) বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে পুকুর পাড়ে গিয়ে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে।