বিবিধ

কাউনিয়ায় প্রতিমা প্রতিস্থাপন: মন্দির পরিদর্শন করলেন ডিসি ড.চিত্র লেখা নাজনীন

  এস এম রাফি ৭ মে ২০২৩ , ১০:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া ( রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে শ্রী শ্রী কালীমাতা ও হনুমানজী পূজার উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা কেন্দ্রীয় গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে পূজার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী। কেন্দ্রীয় গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে সভাপতি নির্মল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদঃ) ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মনোনীতা দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, সাধারণ সম্পাদক পার্থ বোস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুশান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় গোপালগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী, সহসভাপতি শ্রী জগদীশ চন্দ্র সিংহ, সদস্য স্মরণ রায়, বিজন কুমার গোস্বামী, দুর্গা চন্দ্র সিংহ, গোপাল চন্দ্র, গীতা রানী, লক্ষী রানী, চায়না রানী, জীবন কুমার সিংহ, সাধন কুমার সিংহ প্রমূখ।