এস এম রাফি ১ মার্চ ২০২৩ , ৮:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) সংবাদদাতাঃ
স্মার্ট লাইভস্টক,স্মাট বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বুধবার দুপুরে কাউনিয়া প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদে ডিম খাওয়া উৎসব ভ্যাক্সিনেশন কেস্পেইন ও কৃমি নাশক ঔষধ বিতরণ করা হয়েছে ।
কাউনিয়ার আরাজি সাহাবাজ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে শিক্ষার্থীদের কে ডিম খাওয়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, ভিএস ডাঃ শাকিল আহমেদ, এলইও ডাঃ আহসান হাবীব, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমন, মোঃ লুৎফর রহমান, কাউনিয়া ডেইরি এসোসিয়েশনের সভাপতি মোঃ জুলফিকার হায়দার প্রমূখ।
আরাজি সাহাবাজ গ্রামে উঠান বৈঠক ও কৃমি নাশক ঔষধ বিতরণ করা হয়েছে।