এস এম রাফি ১৮ মে ২০২৩ , ৭:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ-কাউনিয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বড়–য়াহাট হাজী কল্যাণ সংস্থার হল রুমে হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়। কুর্শা ইউনিয়ন হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন মাওলানা আলহাজ¦ আমজাদ হোসেন, দ্বিতীয় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ্ব হাবিবুর রহমান। বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত ডিপিও আলহাজ্ব নাজির আহম্মেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল হক, কুর্শা ইউনিয়ন হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি আলহাজ্ব আজিজার রহমান ডিলার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সোবাহান, আলহাজ্ব হযরত আলী, আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন আর্মি, আলহাজ্ব মনির হোসেন, শাহ মোঃ মাহবুবার রহমান, আলহাজ আঃ সোবাহান, নতুন হজব্রত পালন করতে যাওয়া সাবেক অদ্যক্ষ আব্দুস সামাদ, সাবেক প্রধান শিক্ষক মোঃ মজিদুল ইসলাম প্রমূখ। হজ¦ প্রশিক্ষন সমাবেশে হজ¦ব্রতপালনকারী নতুন ৬৪ জনসহ প্রায় ২০০ হাজী প্রশিক্ষন ও সমাবেশে অংশ গ্রহণ করেন।