এস এম রাফি ১৫ এপ্রিল ২০২৩ , ২:২৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ -কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ শুক্রবার পালিত হয়েছে। বাংলা নববর্ষ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) মনোনীতা দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম উপজেলা যুব উন্নয়ন অফিসার শামসুজ্জামান আজাদ প্রমূখ। আলোচনা সভার পূর্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।