এস এম রাফি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:০০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- মানুষের মৌলিক অধিকারের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বিনোদন। এই বিনোদন গ্রহন করার জন্য রংপুরের কাউনিয়ায় স্বাধীনতার ৫২বছরেও কোন পরিবেশ বা স্থান তৈরী হয়নি। যে স্থানটি আছে তিস্তা নদীর দুই পাড় দখল করে নিচ্ছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তি।
সরেজমিনে তিস্তা নদীপাড়ে গিয়ে দেখা গেছে, রংপুর ও লালমনিরহাট জেলার সিমান্ত কাউনিয়ায় তিস্তা নদী বিস্তৃর্ণ জনপদ। তিস্তার নদীর বুকে কোথাও জেগেছে বালুচর, কোথাও পানির ঝর্ণার ধারা। কোথাও আবার কোমর বা হাঁটুসমান পানি। আরও রয়েছে সবুজের সমারোহ। আল্প পানিতে ছুটে বেড়াচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা। নদীর ওপারে নির্মিত সেতু দিয়ে ছুটছে ট্রেন ও চলছে ভারী যানবাহন। সকাল-বিকেল আর সন্ধ্যা-রাতে নজর কাড়ে অন্য রকম প্রকৃতি। এই নদীর অববাহিকায় রেল ও সড়ক সেতুকে ঘিরেনদী আর প্রকৃতিকে নিয়ে বিনোদনের জন্য শিশু আবাল বৃদ্ধ বনিতা তাদের কিছুটা বিনোদন নেয়ার জন্য একমাত্র স্থান তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে ছুটে যায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে সেই বিনোদনের জায়গা তিস্তা নদীর দুই পাড়ে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল করে দোকান ঘর তুলেছেন কতিপয় ব্যাক্তি। ফলে প্রান খুলে বিনোদন প্রেমীরা হাটতে ও বসে বিশ্রাম নিবে সেই পরিবেশটিও নষ্ট করে ফেলেছে দোকান তুলে। শুধু তাই নয় তিস্তা পার্কের নামে অবৈধ ভাবে দখন করে ফেলেছে নদীর একটি পাড়ের একাংশ। তিস্তা সড়ক সেতু নির্মাণ করার সময় নদীর দুই পাড় বোল্ডার দিয়ে বাধাই করে বাঁধ তৈরীর ফলে বিনোদন প্রেমিরা সেই বাঁধ দিয়ে পায়ে হেটে প্রাণখুলে বিশ্রাম নেয়, বসে নদীর সৌন্দর্য গ্রহন, সূর্য ডুবা উপভোগ করে। সেই বিনোদন নেয়ার পথ রুদ্ধ করেছে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান গুলো। প্রতিদিন সংশ্লিষ্ট কৃর্তপক্ষের অনেক কর্মকর্তা এই রাস্তা দিয়ে চলা চল করলেও তাদের চোখে এসব অনিয়ম ধরা পরে না। বিনোদন প্রেমীরা তিস্তা নদী পাড়ে অবৈধভাবে গড়ে উঠা দোকান গুলোর অপসারনের দাবী জানিয়েছে।