কাউনিয়া প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ জুম্মারপাড় শিবু কোন্টিরাম গ্রামে শত্রুতার জেরে আব্দুল হামিদ নামের এক কৃষকের জমির ফলন ধরা ভুট্টা গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ২০ হাজার টাকা।
সরেজমিনে শিবু কোন্টিরাম গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষি আব্দুল হামিদ জানান, কাউনিয়া উপজেলা কৃষি বিভাগ থেকে প্রনোদনার বীজ ও সার নিয়ে তার নিজস্ব ২একর জমিতে ভুট্টা চাষ করেছেন। ভুট্টার ফলনও ভাল হয়েছে কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে গত মঙ্গলবার রাতে কে বা কাহারা শত্রুতা বসত প্রায় ০৮ শতক জমির ভুট্টা কেটে বিনষ্ট করেছে। বুধবার সকালে জমিতে গিয়ে দেখতে পাই ফলন ধরা গাছগুলো কে বা কাহারা কেটে মাটিতে শুয়ে দিয়েছে। কেন এমন ক্ষতি করলো কিছুই বুঝতে পাচ্ছি না। ক্ষতির পরিমান প্রায় ২০হাজার টাকা। আমি আইনের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানাজ পারভীন বলেন এঘটনা টি খুবই দুঃখজনক। কৃষককে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করার পরামর্শ দিয়েছি। কাউনিয়া থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।