এস এম রাফি ১৫ জুন ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বৃহস্পতিবার দুপুরে ভেজাল সার রাখার দায়ে তকিপল হাটের মেসার্স মায়ের দোয়া সার ঘরের ৫ হাজার টাকা ও ব্রেন্টের বাজারের মেসার্স মজনু সার ঘরের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার প্রমূখ। পরে জনসম্মুখে ভেজাল সার মাটিতে পুতে রাখা হয়েছে।