বিবিধ

কাউনিয়ায় ভোটার দিবস পালন

  এস এম রাফি ২ মার্চ ২০২৩ , ৩:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে এ প্রতিপাদ্য নিয়ে কাউনিয়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, মৎস্য অফিসার ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম, উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোস্তফা কামাল শারমিন আরা স্ক্যানিং অপারেটর ও গোলাম রব্বানী প্রমূখ।
আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।