কাউনিয়া প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৫:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদের লকার ভেঙ্গে ৬৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে বালাপাড়া ইউনিয়নে ১৯৪৭ সালে স্থানীয় মুরুব্বিরা নিজ উদ্যোগে স্থাপন করেন পূর্ব পাঞ্জর ভাংঙ্গা জামে মসজিদ।
গতকাল রবিবার সকাল ১১টার দিকে মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রবিবার দুপুরে যোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙ্গা তিনি ভিতরে গিয়ে দেখেন লকারও ভাঙ্গা পরে মসজিদের সহ-সভাপতি ও ক্যাশিয়াকে বিষয়টি অবহিত করেন।
মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকার সহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দান কৃত টাকা চুরির বিষয়টি খুবই দু:খজনক। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি অতি দ্রুত যেন এই চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে পারেন।
মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন গতকাল ১১ টার দিকে মসজিদের চট ক্রয়ের জন্য মসজিদ কমিটির সহ-সভাপতি সহ আমরা রংপুরে যাই সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙ্গে কে বা কাহারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করেছে। চোরকে চিহ্নিত করে গ্রেফতারের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মোন্তাছির বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।