এস এম রাফি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া(রংপুর)সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় গত মঙ্গলবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ,কাউনিয়া থানা,আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি,কাউনিয়া কলেজ, কাউনিয়া মোঃহোঃ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, সাংবাদিকদের সংগঠন কাউনিয়া রিপোটার্স ইউনিটি, কাউনিয়া প্রেসক্লাব, প্রেসক্লাব কাউনিয়া, অনলাইন প্রেসক্লাব, সহ বিভিন্ন সহযোগী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়।
দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা টিপু মুনশি এমপি অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ মনোনীতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, কাউনিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা প্রমূখ ।পরে চিত্রাংকন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।