সারাদেশ

কাউনিয়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল সানিয়ার

  এস এম রাফি ২ অক্টোবর ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের কাউনিয়া উপজেলায় নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে সানিয়া (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গুপিডাংগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানিয়া গুপিডাংগা গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে সানিয়া বেগম নিজের ঘরে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। কাউনিয়া থানার উপ-পরিদর্শক এস আই রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।