এস এম রাফি ৮ জুলাই ২০২৩ , ৭:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ-কাউনিয়ায় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্বামীর মারপিটে স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মোন্নাফ আলীর কন্যা লাভলী বেগমের সাথে প্রায় ৬ বছর আগে একই উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামের এন্তাজ আলীর পুত্র আব্দুল মালেকের সাথে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ২ ভরি স্বর্ণের হার ৮ আনা ওজনের হাতের বালা নগদ অর্থ সহ একটি গাভী প্রদান করেন লাভলীর পিতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার জীবন সুখের হলেও কিছু দিন ধরে ২ লাখ টাকা পুনরায় যৌতুক দাবী করে পিতার নিকট থেকে টাকা আনতে চাপ দিতে থাকে তার স্বামী আব্দুল মালেক । ঘটনার দিন সোমবার রাতে আবারও টাকা আনার জন্য চাপ দিলে পিতার সামথ্য না থাকায় স্ত্রী টাকা আনতে পারবে না বলে জানায় তার স্বামী কে এতে স্বামী আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজনের সহযোগিতায় স্ত্রী কে লাঠি দ্বারা মারপিট করে আহত করে। প্রতিবেশি লোকজনের কাছে খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে আহত অবস্থায় কন্যাকে উদ্ধার করে পিতা মোন্নাফ আলী। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ওই রাতেই ভর্তি করা হয়েছে তাকে। লাভলী বেগম এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। এব্যাপারে কাউনিয়া থানায় শনিবার দুপরে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এস আই ওসমান গনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।