এস এম রাফি ২৭ অক্টোবর ২০২৩ , ৪:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।জানা গেছে,কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধুপুর রোড তালতলা থেকে মৃতঃ এ্যাডভোকেট হাবিবুর রহমানের বাড়ীর সামন দিয়ে আরকে রোড পর্যন্ত ১কিলোমিটার দীর্ঘ রাস্তা টি ২০০০ সালে স্থানীয় কিছু দানবীর মানুষ নির্মাণ করে দেন। ১০৯০ সালে রাস্তা টি সরকারি ভাবে রেকর্ডভূক্ত হয়। দীর্ঘ ২৩ বছরে আজ পর্যন্ত এ রাস্তাটি সংস্কার করা হয়নি। এটি অত্র এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা । অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টি জনিত কারণে রাস্তার এক পাশ পুকুরে ধ্বসে পরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ধ্বসের কারণে জরুরি রোগী পরিবহন ছাত্র-ছাত্রী, জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্নের সৃষ্টি সহ অহরহ দুর্ঘটনা ঘটছে। দ্রুত এ রাস্তা টি সংস্কার করা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। রাস্তাটি পাকা করা সহ, রাস্তা টি রক্ষার জন্য পাশের পুকুরের গাইডওয়ালও নির্মাণের দাবী জানান এলাকা বাসী । রাস্তাটি উপজেলা সদরের সবচেয়ে কাছের জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাচল করে। বর্তমানে ২৩ ফিট রাস্তা টি প্রবল বর্ষণে ভাঙ্গতে ভাঙ্গতে মাত্র ১ ফিট চিকন রাস্তা অবশিষ্ট আছে। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে। জনপ্রতিনিধিদের উদাসীনতায় হাজার হাজার লোকজন কে চরম বিপদে পরতে হচ্ছে। এ গ্রামে কোন অগ্নিকান্ড ঘটলে বা কেউ অসুস্থ হলে ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স প্রবেশ করা তো দুরের কথা একটা সাইকেল বা মোটর সাইকেলেও যাওয়ার বুদ্ধিটুকু নেই। ২৩ বছরেও এ রাস্তাটি সংস্কার হয়নি। এ রাস্তা টি নির্মাণের সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট হাবিবুর রহমান ৫৫ শতক জমি দান করায় রাস্তাটি পাকা করে তার স্বরণে তার নামে রাস্তাটির নাম করণ করার দাবী জানিয়েছেন। এলাকাবাসী জানান রাস্তাটির সংস্কারের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি বলেন,রাস্তাটি ইউনিয়ন পরিষদের তৈরি করা। তারপরও আমাদের কাছে আবেদন করলে রাস্তাটি সংস্কার করার জন্য সরেজমিন গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।