বিবিধ

কাউনিয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ

  এস এম রাফি ২৪ জানুয়ারি ২০২৩ , ৭:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়ায় মাঠে মাঠে হলুদ চাদরে ছেয়ে গেছে। হলুদ ফুলে মৌমাছির গুন গুন শব্দ আর মধু সংগ্রহের দৃশ্য প্রকৃতি প্রেমীদের কাছে টানে।
চলতি মৌসুমে কাউনিয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে সরিষার ফলন ও দাম ভাল পাওয়ায় কৃষকের সুদিন ফেরার সম্ভবনা দেখা দিয়েছে। সরিষার চাষ বাড়ায় ভোজ্য তেলের চাহিদা মিটবে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞগণ। সুফলও পাচ্ছেন চাষিরা। ভোজ্য তেলের চাহিদা রয়েছে দেশের সর্বত্র। দীর্ঘদিন থেকে বিদেশ থেকে তেল আমদানি করে মেটানো হয় দেশের ভোজ্য তেলের চাহিদা। ফলে সকারের অনেক অর্থ চলে যায় বিদেশে। এর প্রভাব পড়ে দেশের বাজারে। সরকার ভোজ্য তেলের চাহিদা ও ঘাটতি মিটাতে উদ্যোগ গ্রহণ করেতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর কাউনিয়ায় সরিষা চাষ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ হেক্টর বেশী জমিতে সরিষা চাষ হয়েছে। সরকারী ভাবে কৃষি বিভাগের মাধ্যেমে কৃষকদের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে। ফলে কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের সরিষা চাষে আগ্রহ বাড়ছে। চলতি মৌসুমে আবহাওয়া ভাল থাকায় ভাল ফলন আশা করছেন কৃষক। কাউনিয়ায় কম সারে অল্প সময় কম খরচে সরিষার ফলন হয়। কৃষক এবার ভাল দাম পাওয়ার আশা করছেন। আগামীতে তেলের ঘাটতি মিটাতে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সরিষা চাষের আশা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন।