এস এম রাফি ২৫ মে ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- কাউনিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে শহীদবাগ দয়ালবাজা আশ্রায়নে বৃক্ষের চারা রোপন উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আশ্রায়নে বসবাসকারী প্রতিটি পরিবারের পুষ্টি চাহিদা মিটাতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। গত বুধবার বিকালে শহীদবাগ দয়ালবাজার আশ্রায়নে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার। আশ্রায়নে বসবাসকারী ৩০টি পরিবার কে একটি পেয়ারা ও একটি লেবুর চারা প্রদান করা হয়।