বিবিধ

কাউনিয়ায় শিক্ষা সপ্তাহে ৩ বিষয়ে প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নিবার্চিত হলেন সুমাইয়া চৌধুরী

  এস এম রাফি ১৭ মে ২০২৩ , ৪:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩ বিষয়ে প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সে “গ ‘বিভাগ থেকে কবিতা আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত বিষয়ে প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে এবং কাউনিয়া উপজেলার মাধ্যমিক পর্যায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নিবার্চিত হয়! সুমাইয়া চৌধুরী শহীদবাগ ইউনিয়নের মাহমুদা বেগমের কন্যা। সে পড়শোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, উপস্থাপনা,বক্তৃতা ও গান চর্চা করেছে কাউনিয়া স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাশফুলের সুমাইয়ার আবৃত্তির শিক্ষক মাহমুদুল হাসান পিন্টু বলেন সকলকে পড়াশোনার পাশাপাশি শুদ্ধ ও প্রমিত বাংলা চর্চা করা খুবই জরুরী!