বিবিধ

কাউনিয়ায় শিবির কর্মীকে পদ প্রদান ও পদ বাণিজ্য আত্মীয় করণের বিরুদ্ধে মানববন্ধন

  এস এম রাফি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়ায় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের কমিটিতে জামায়াত শিবিরের রাজনীতিতে জড়িত ব্যক্তিকে পদ প্রদান, আত্মীয় করণ, পদ বাণিজ্যসহ নানা অপকর্মের মদদদাতা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ৯০ দশকের ত্যাগি ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বুধবার বিকালে উপজেলার গালস্ স্কুল মোড়ে আর-কে রোডে ৯০ দশকের সাবেক নেতা ও আওমীলীগ নেতা কর্মীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম চৌধুরী রানা, টেপামধুপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কাদের, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজা, বালাপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী,আওয়ামী লীগ নেতা মনজুর রহমান, যুবলীগ নেতা ইউসুফ আলী (বড়), আব্দুল গফফার, সাবেক ছাত্র লীগ নেতা আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান যুবলীগ নেতা ইউসুফ আলী ছোট উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহফুজা বেগম প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তরা বলেন শহীদবাগ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডে নিজের আত্মীয় স্বজনকে সভাপতি ও সম্পাদক পদ প্রদান করেন, উপজেলা শাখার সাধারণ সম্পাদকের পদ ব্যাবহার করে তিনি উপজেলার ৬টি প্রতিষ্ঠানের সভাপতি পদে আছেন, বিভিন্ন দপ্তরে চাকুরী দেওয়ার কথা বলে নিরীহ লোকের কাছে টাকা হাতিয়ে নিয়েছেন। এসময় নব্বই দশকের সাবেক ছাত্রলীগের নেতারা ১২ই ফেব্রুয়ারি ঘোষিত উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল করে নতুন কমিটির দাবী জানান |