বিবিধ

কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

  এস এম রাফি ৬ জানুয়ারি ২০২৩ , ৪:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ- কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি’র নিজস্ব তহবিল থেকে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক জমসের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ দিলদার আলী প্রমূখ।
পরে তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।