কাউনিয়া প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৩ , ২:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়ায় কাভার্ড ভ্যানের চাকায় চাপায় বৃহস্পতিবার সকালে এক মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল যোগে রংপুর – কুড়িগ্রাম মহাসড়ক দিয়ে এক সঙ্গী সহ রংপুর অভিমুখে যাওয়ার পথে কাউনিয়ার সাহবাজ দাখিল মাদ্রাসার নিকট পৌঁছিলে অপর দিক আসা কাভার্ড ভ্যান চাপা দিলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়। তার সাথে থাকা সফর সঙ্গীও গুরুত্বর আহত হয়। তাকে কাউনিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানটি কে লালমনিরহাটের মোস্তাফির হাটে আটক করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।