বিবিধ

কাউনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

  এস এম রাফি ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-
নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবীতে রংপুরের কাউনিয়ায় মশাল মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় সারাদেশের ন্যায় উপজেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কাউনিয়া বাসস্টান্ডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি পরেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অভয় চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা তরণী কান্ত, বালাপাড়া ইউনিয়ন শাখার সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, যুব ঐক্য পরিষদের উপজেলা সভাপতি জীবন কুমার সিংহ, সাধারণ সম্পাদক সুভাষ শীল, ছাত্র ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মানিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ্র বর্মন, কুর্শা ইউনিয়নের সভাপতি রিপন সিংহ রায় , নিতাই চন্দ্র প্রমূখ।
বক্তারা সরকারের নির্বাচন প্রতিশ্রুতি বস্তবায়ন, সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পতি প্রত্যার্পন আইন বাস্তবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দেবোত্তর সম্পতি সংরক্ষণ আইন প্রনয়ণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন করাসহ ঐক্য পরিষদের ১৬ দফা বাস্তবায়নের দাবি জানান।