এস এম রাফি ৩ জানুয়ারি ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধঃ
রংপুরের কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার আরাজিসাহাবাজ খোপাতী গ্ৰাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত উপজেলার বালাপাড়া ইউনিয়নের শিবু কুটিরপার গ্রামের মেহের আলীর ছেলে মাসুদ রানা রিজু (২৫) এবং একই এলাকার মোকাদ্দাস আলীর ছেলে কাউসার আলম রিপন (২৫)।
কাউনিয়া থানার উপপুলিশ পরিদর্শক এসআই বুলবুল আহমেদ জানান, আরাজি সাহবাজ খোপাতি গ্ৰামীন সড়ক হয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর ২ টার দিকে তিনি ও এসআই সাজু মিয়া সহ একদল পুলিশ আরাজি সাহবাজ খোপাতি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গতকাল বিকালে এসআই বুলবুল আহমেদ বলেন, আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলার প্রস্তুতি চলছে।