এস এম রাফি ৮ আগস্ট ২০২৩ , ১২:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া এগারো টার দিকে আর-কে রোডের বিজলের ঘুন্টি নামক স্থানে যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
থানা সূত্রে জানাগেছে গত সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া এগারো টার দিকে লালমনিরহাট থেকে ঢাকা গামী আনাস পরিবহনে যাত্রী সেজে বিশেষ কায়দায় কাপড় দ্বারা মোড়ানো ৬ টি পোটলায় ২৬ কেজি গাঁজা নিয়ে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার চামটা হাট গুটির গোর গ্রামের মৃত্যু সেকেন্দার আলীর পুত্র ফরহাদুল ইসলাম (৩০) ঢাকা যাচ্ছিল। যাত্রী বাহী বাস টি রংপুর -কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বিজলের ঘুন্টি নামক স্থানে পৌঁছিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপস্থিত হয়ে বাস টি আটক করে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা ওই যাত্রী কে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন বলেন গাঁজাসহ আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামি কে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।