বিবিধ

কাউনিয়ায় ৩দিনের ভূমিষ্ট সন্তান নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান

  এস এম রাফি ১৭ জুন ২০২৩ , ৮:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-কাউনিয়ায় ৩ দিনের ভূমিষ্ঠ কন্যা সন্তান কে নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে এস এস সি পরীক্ষার ফল প্রার্থী অনামিকা (১৬) নামের এক শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় সে বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে নবজাতক কন্যা সন্তান কে নিয়ে প্রেমিকার বাড়ির গেটে অবস্থান নেয় । পরে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান প্রাকৃতিক দূর্যোগের কথা বলে পরিবারের লোকজন কে বুঝিয়ে নবজাতক সন্তান সহ প্রেমিকাকে প্রেমিক আপন চন্দ্রের বাড়ির ভিতরে রেখে আসেন। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক আপন চন্দ্র বাড়ি থেকে সটকে পড়েন।
সরেজমিনে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কামারপাড়া গ্রামে প্রেমিক আপন চন্দ্র (১৯) এর বাড়িতে গিয়ে অবস্থান নেয়া প্রেমিকা অনামিকার সাথে কথা বলে জানাগেছে প্রায় দেড় বছর আগে স্থানীয় এক অষ্ট প্রহর নামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে তাদের দুই জনের পরিচয় হয়। এর পর দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চুটিয়ে প্রেম চলে দীর্ঘদিন। এরই মাঝে একদিন প্রেমিক কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কামারপাড়া গ্রামের শ্রী অবিনাশ চন্দ্রের পুত্র আপন চন্দ্র (১৯)প্রেমিকা অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশ নেয়া ফল প্রার্থী শিক্ষার্থী অনামিকার কপালে সিঁদুর পরিয়ে দেয়। এরপর তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে এক সাথে মিলিত হতো। এরই মধ্যে অনামিকা অন্তসত্বা হয়ে পরে। প্রেমিক আপন চন্দ্র অনামিকা কে বিয়ে করবে করবে বলে কালক্ষেপণ করতে থাকে। গত ৫ দিন আগে অনামিকার প্রসব ব্যাথা উঠলে পরিবারের লোকজন অনামিকা কে রংপুর সরকারি হাসপাতালে ভর্তি করলে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মদেয়। এখবর প্রেমিক আপন চন্দ্র কে জানানো হলে সে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায়ন্তর না পেয়ে অবশেষে সে স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের বাবার স্বীকৃতির দাবীতে শুক্রবার সন্ধ্যায় আপন চন্দ্রের বাড়ির গেটে বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করে গিয়ে অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে নিমিষেই শত শত মানুষের উপস্থিতি ঘটে ওই বাড়িতে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বালাপাড়া ইউপি সদস্য আব্দুল মান্নান বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগে মা-সন্তানের ক্ষতি হতে পারে এ কথা বলে মানবিক কারণে আপন চন্দ্রের পরিবারের লোকজন বুঝিয়ে নবজাতক কন্যা সন্তান সহ অনামিকা কে তাদের বাড়িতে রেখে আসেন। বর্তমানে মা-মেয়ে আপন চন্দ্রের বাড়িতে অবস্থান করছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন বিষয় টি আমি জেনেছি । এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে উভয়ের পরিবার বসে বিষয় টি মিমাংসা করার কথা শুনেছি।