বিবিধ

কাউনিয়ায় ৯০ দশক ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন

  এস এম রাফি ১৭ মার্চ ২০২৩ , ৮:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসবিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে গত উদযাপন করেছে কাউনিয়া উপজেলা ৯০ দশক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, ৯০ দশক ছাত্রলীগের মুখ্যপাত্র আশরাফুল আলম,নব্বই দশকের ছাত্রলীগ নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ,নব্বই দশকের ছাত্রলীগ নেতা আব্দুস সালাম উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, আওয়ামীগ নেতা মনজুর রহমান, ছাত্রলীগ নেতা আবু ফেরদৌস মোঃ মহসীন হিরা, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কাইয়ুম, শহীদবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, যুবলীগ নেতা ইউসুফ আলী ছোট,প্রমুখ।