এস এম রাফি ১১ মার্চ ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- উৎসব মূখোর পরিবেশে কাউনিয়ার স্বনামধন্য শিক্ষালয় টাচ্ স্টোন মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, বলপাচার, লম্ফ, বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাঁজোসহ নানা খেলায় স্কুলের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকগণসহ প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে স্কুল প্রাঙ্গণে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টাচ্ স্টোন মডেল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব লুৎফর রহমান, উপাধ্যক্ষ শাহ্ মোস্তাফিজার রহমান, চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রানা, ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সরকার, ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জাহাঙ্গীর আলম জনি, পরিচালক (অর্থ ও প্রশাসন) করিমুজ্জামান, স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।