বিবিধ

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন চেয়ারম্যানের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  এস এম রাফি ২৯ ডিসেম্বর ২০২২ , ৪:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া( রংপুর)প্রতিনিধিঃ

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম সহ ইউপি সদস্য গণের দায়িত্ব গ্রহনের এক বছর পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি ছিলেন টেপামধুপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ হোসেন আলী সরকার,বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ইউপি সদস্য ইউনুছ আলী, আওয়ামী লীগ নেতা ওসমান গনি, নুরুন্নবী, ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক শওকত জামান, নূরু মিয়া, আব্দুল আউয়াল, ময়েজ উদ্দিন প্রমূখ।
সভায় সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক গন উপস্থিত ছিলেন।