বিবিধ

কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা

  এস এম রাফি ১২ মে ২০২৩ , ৯:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে দীর্ঘ দিন পর জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হারাগাছ ইউনিয়ন বিএনপির আয়োজনে খানসামাহাট মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল হক সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এমদাদুল হক ভরসা। আরও বক্তব্য রাখেন, উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট মোজহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, আলমগীর চৌধুরী লিটন, জামিনুর রহমান,আখতারুজামান,মোজাম্মেল হোসেন মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: আজিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, যুবনেতা জাফর উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, প্রমূখ। সভায় প্রধান অতিথি এমদাদুল হক ভরসা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। কিন্তু সেই দিকে সরকারের নজর নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিএনপিকে দমনে মরিয়া হয়ে কাজ করছে। দেশে সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, খুন, ঘুম আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানিয়েছেন।