এস এম রাফি ৬ জুন ২০২৩ , ৩:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়ায় নবাগত ইউএনও’র সাথে কাউনিয়া উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর নেতৃত্বে রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার(৬ই জুন) সকাল ১১টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিদুল হকের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু,সিনিয়র সহ সভাপতি আবু হাসান,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ সম্পাদক আসাদ্দুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,সদস্য আনোয়ার হোসেন, মিজানুর রহমান,মোশাররফ হোসেন প্রমুখ। সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিদুল হককে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ মহিদুল হক গত পহেলা জুন যোগদান করেন। এরআগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।