বিবিধ

কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

  এস এম রাফি ২৭ এপ্রিল ২০২৩ , ২:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ- কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আজম আলী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ তোজাম্মেল হক,চিনাতুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হবিবর রহমান, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী,সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই আল হাদী, প্রাক্তন শিক্ষার্থী জিয়াউর রহমান জিয়া,বিদায়ী ছাত্র রবিউল ইসলাম হৃদয়, ফিরোজ মিয়া, দুলু মিয়া,মনিরা বেগম প্রমূখ। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং সব শেষে বার্ষিক মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।