এস এম রাফি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিল্লিত চেষ্টায় তাদের বাগানের উৎপাদিত সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো হলো নির্বাচিত শিক্ষার্থীদের। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্টিকর খিচুড়ি রান্না করে শিক্ষক ও শিক্ষার্থীদের খাওনোর আয়োজন করে।
ইএসডিও-জানো প্রকল্পের সহযোগিতায় জলবায়ু সহনশীল সবজি বাগান তৈরি করে শিক্ষার্থীরা। এ বাগানে তারা , লালশাক, পালং শাক, টমেটো , সজিনাপাতা,গাঁজর,কালাই চাষ করে বিদ্যালয় মাঠের কোনায়। সেই বাগানের উৎপাদিত সবজি দিয়ে পুষ্টিকর খিচুড়ি রান্না করা হয়। পুষ্টিকর রান্না করা খিচুড়ি নির্বাচিত শিক্ষার্থীদের খাওয়ানো হয়।
সজিনা পাতার পাকোরা খিচুড়ি খাওয়ার সময় ভিন্ন স্বাদ যুগিয়েছে। খিচুড়ি ভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও হারাগাছ ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ইএসডিও- জানো প্রকল্পের স্কুল ভলান্টিয়ার ডলি আক্তার প্রমূখ।