বিবিধ

কাউনিয়ার মীরবাগে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ফুট ওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

  এস এম রাফি ১০ মে ২০২৩ , ৭:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে ২কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বহুল প্রত্যাশিত ফুট ওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০মে) দুপুরে মীরবাগ বাসস্ট্যান্ডে ফুট ওভার ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করেন ৩নং কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মজিদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের , কাউনিয়া উপজেলা নব্বই দশক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম , তৌফিকুল ইসলাম চৌধুরী রানা সাবেক ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন ,ব্যবসায়ী মাইদুল ইসলাম ও কুর্শা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল রানা বাদল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই ফুট ওভার ব্রীজ নির্মিত হচ্ছে আমিনুল হক প্রাইভেট লিমিটেড ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। ইউপি চেয়ারম্যান এম এ মজিদ বলেন,আমি কুর্শা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সকলের সহযোগিতা দরকার।