এস এম রাফি ২ মার্চ ২০২৩ , ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি মৌলটারী গ্রামের সাধারন মানুষের জমিতে জলাবদ্ধায় ফসলের ব্যাপক ক্ষতির সমাধান কল্পে গত বৃহস্পতিবার ২৫ লাখ টাকা ব্যায়ে ২৬১ মিটার ড্রেন নির্মাণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।
ড্রেন নির্মাণের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মনোনীতা দাস, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হান্নান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, বিশিষ্ট্য ব্যাবসায়ী তাজরুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ রহিম, ঠিকাদার আশরাফুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। কাউনিয়া উপজেলা প্রকৌশল দপ্তর এর ব্যবস্থাপনায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। ড্রেনটি নির্মান হলে মৌলটারী গ্রামের প্রায় ২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বাড়বে। ড্রেনটির নির্মান কাজ শুরু করায় এলাকাবাসী বেজায় খুশি।